হাজার চূড়াশির জননী তুমি
তুমি অনল দুহিতা,
সেবিছ জগৎ হেলায় হেথায়
সরস্বতীর আসন যেথায়
তুমি সে মহাশ্বেতা।
ইতিহাস গড়ে সাধারণেরাই
এ ছিল তোমার বাণী,
বিদায় বেলায় অতিসাধারণ
তোমার এ সন্তানের প্রনাম
নিও হে ঝাঁসির রানী।
– অরিন্দম
© Arindam Dey
হাজার চূড়াশির জননী তুমি
তুমি অনল দুহিতা,
সেবিছ জগৎ হেলায় হেথায়
সরস্বতীর আসন যেথায়
তুমি সে মহাশ্বেতা।
ইতিহাস গড়ে সাধারণেরাই
এ ছিল তোমার বাণী,
বিদায় বেলায় অতিসাধারণ
তোমার এ সন্তানের প্রনাম
নিও হে ঝাঁসির রানী।
– অরিন্দম
© Arindam Dey
Leave a Reply