হোক না ফের বৃষ্টি আজ
ঝরে পড়ুক যত সুখ,
বহু যুগের এই অপেক্ষায়
রয়েছে যে আকাশ নিরবে হায়
ভেজাতে পৃথিবীর বুক।
হোক না ফের বৃষ্টি আজ
হোক বাজের চিৎকার,
বেঁধেছিল যে চোখের আঁচল
হাজার বছরের জমা সে জল
কিছু প্রাচীন কবিতার।
হোক না ফের বৃষ্টি আজ
ঝরে পড়ুক অবিরত,
আজ রাতে এ কলম আমার
ভাসিয়ে দিক যত রক্তে তার
সেসব কবিতারই ক্ষত।
– অরিন্দম
© Arindam Dey
Leave a Reply